ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রমনায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
রমনায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর রমনায় (৫৭০ পেয়ারাবাগ, মগবাজার, রমনা) ফরহাদ হোসেন মোল্লা (৩৬) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রমনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।



রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত ফরদাহ হোসেনের বাড়ি নীলফামারী জেলার ডোমরা থানা এলাকায়। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সদস্যরা কয়েকদিন আগে বাড়ি যান। ফরহাদ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।

তবে আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।