ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাস আসতে দেরি, গাবতলীতে দুর্ভোগে যাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বাস আসতে দেরি, গাবতলীতে দুর্ভোগে যাত্রীরা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নগরীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। আমিন বাজার থেকে গাবতলী বাস টার্মিনালে ঢুকতেই লেগে যাচ্ছে দুই থেকে তিন ঘণ্টা।

ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শত ভোগান্তি উপেক্ষা করেই নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।

মঙ্গলবার (সেপ্টেম্বর ২২) সরেজমিনে গাবতলী বাসটার্মিনালে দেখা গেছে, সকাল থেকেই মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। প্রতিটি বাসই নির্ধারিত সময়ের ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।

এদিকে টানা বৃষ্টি, টার্মিনালের পাশেই কোরবানির পশুর হাট, অব্যবস্থাপনা, ফুটপাতে ময়লা আবর্জনা- এসবের কারণে গাবতলীতে ঢোকার সবক’টি পথে বেশ যানজট লক্ষ্য করা গেছে। রাজধানীর যে কোনো স্থান থেকে গাবতলী বাস টার্মিনালে পৌঁছাতেও  দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

পরিবার-পরিজন নিয়ে বরিশালে যাচ্ছেন আতাউর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, ২ ঘণ্টা আগে টার্মিনালে এসেছি। হানিফের ১২৭ নম্বর গাড়ির টিকিট কেটেছি। কিন্তু ১০৯ নম্বর গাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার মানে ১২৭ নম্বর গাড়িটির টার্মিনালে আসতে আরও ঘণ্টা দুই লেগে যাবে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে এতো ভোগান্তি সহ্য করছেন বলে জানান আতাউর রহমান।

হানিফ কাউন্টারের কর্মকর্তা শরিয়ত উল্লাহ মিন্টু জানান, আমিন বাজার থেকে আসতেই দুই থেকে তিন ঘণ্টা লাগছে। গাবতলী থেকে বাস ঘুরিয়ে নিতে আবার এক থেকে দুই ঘণ্টা লেগে যাচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও আমরা গাড়ি সময় মতো ছাড়তে পারছি।

গাড়ির চাপে রাজধানীতে যানজট থাকলেও ঢাকার বাইরে যানজট নেই বলে জানান তিনি।

এদিকে ঈদ বোনাসের অজুহাত দিয়ে দ্বিগুন ভাড়া আদায় করছে বাস কর্মকর্তারা, অভিযোগ করেছেন অনেক যাত্রী।

আসাদুজ্জামান নামে এক যাত্রী জানান, খুলনা যেতে বাস ভাড়া ৩শ’ টাকা। ঈদ বোনাসের অজুহাতে টিকিটের দাম ৫শ’ টাকা রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএম/জেডএফ/আরএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।