ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদের ছুটি চেয়ে মারের চোটে গৃহকর্মী ঢামেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঈদের ছুটি চেয়ে মারের চোটে গৃহকর্মী ঢামেকে ফাইল ফটো

ঢাকা: গৃহকর্ত্রী নুশরাতের কাছে ঈদের ছুটি চেয়েছিলেন বাবু সরকার (২৫) নামে এক গৃহকর্মী। সেটাই যেন কাল হলো তার।

ছুটির কথা শুনে এতটাই ক্ষিপ্ত হলেন গৃহকর্ত্রী যে মদের বোতল আর লাঠি দিয়ে বেধরক মারধর করলেন বাবুকে। একপর্যায়ে ছুটির বদলে তার কপালে জোটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিছানা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানী গুলশান বারিধারার ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির বি-৪ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

আহত বাবু সরকার কিশোরগঞ্জের কুটিয়াদি থানার বেতারগঞ্জ গ্রামের আবু তাহের সরকারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নুশরাত নামের গৃহকর্ত্রী বাবুকে পেটাতে থাকলে পাশের ফ্ল্যাটের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত নুশরাতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।