ঢাকা: গৃহকর্ত্রী নুশরাতের কাছে ঈদের ছুটি চেয়েছিলেন বাবু সরকার (২৫) নামে এক গৃহকর্মী। সেটাই যেন কাল হলো তার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানী গুলশান বারিধারার ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির বি-৪ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহত বাবু সরকার কিশোরগঞ্জের কুটিয়াদি থানার বেতারগঞ্জ গ্রামের আবু তাহের সরকারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নুশরাত নামের গৃহকর্ত্রী বাবুকে পেটাতে থাকলে পাশের ফ্ল্যাটের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত নুশরাতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএফ/আরএম