ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
হিলিতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি(দিনাজপুর): দিনাজপুরের হিলির সাতুকড়ি রেলগেটের পাশে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় হিলি রেলওয়ের ৩৩৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের সাতুকড়ি রেলগেটের পাশে নওপাড়া এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ইউনুস আলীর ছেলে রাজু আহম্মেদ (২৮) ও একই এলাকার ইউনুস আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক সকালে রেললাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে সাতুকুড়ি রেলগেট থেকে হাড়িপুকুর গ্রামের দিকে আসছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি কাছে চলে এলেও তারা রেললাইনের উপর থেকে সড়ে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

হিলি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।