ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু রাজন হত্যা মামলার অভিযোগ গঠন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
শিশু রাজন হত্যা মামলার অভিযোগ গঠন মঙ্গলবার

সিলেট: শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি মুহিত আলমসহ ১০ আসামিকে হাজির করা হয়েছে আদালতে।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার এজলাসে আসামিদের হাজির করা হয়।

সিলেট আদালতের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এই মামলার চার্জ গঠনের কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী হাজির না থাকায় তা পেছানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে পলাতক তিন আসামির পক্ষে আইনজীবী নিয়োগেরও নির্দেশ দেন আদালত।

গত ৭ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম মামলাটির বিচারিক কার্যক্রমের জন্য মহানগর জেলা ও দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন।

এর আগে গত ৩১ আগস্ট সৌদি আরবে আটক কামরুলসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালতের বিচারক।

গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এনইউ/আরএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।