ঢাকা: সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর)। এ বছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
প্রতি বছরের ন্যায় এবছরও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে কয়েকজন ওলামায়ে কেরাম ইমাম ও মোকাব্বির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বাংলানিউজকে এ তথ্য জানান।
সকাল ৭টায় ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন- জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী। এতে মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আবদুর রাজ্জাক।
ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক। আর মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মাওলানা মো. আবদুল মান্নান।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ঢাকার কাদেরীয়া তৈয়্যাবিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দিস মুফতি মাওলানা জসিম উদ্দিন আযহারী। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদ খাদেম মো. আবুল কালাম।
চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাওলানা আব্দুস সালাম। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আমির হোসেন।
পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ সংকলন বিভাগের উপ-পরিচালক মাওলানা মো. আব্দুর রব মিয়া। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তাজুল ইসলাম।
কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা এ এম এম সিরাজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএমএ/বিএস