ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল সোয়া ৮টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল সোয়া ৮টায়

নীলফামারী: নীলফামারীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া আটটায়।

এদিকে জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় নীলফামারী পুলিশ লাইন মাঠে।



সম্প্রতি নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়।

এছাড়া জেলা শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দান, সার্কিট হাউজ ঈদগাহ মাঠ, বারইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠ, কুখাপাড়া ধনীপাড়া ঈদগাহ মাঠ ও জোড়দরগা ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটা এবং কলেজ স্টেশন ঈদগাহ মাঠ ও গাছবাড়ি ঈদগাহ মাঠে সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টকর আহমেদ মাহবুব-উল ইসলাম জানান, ঈদের দিন সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহরের প্রধান প্রধান টার্নিং পয়েন্টে বাংলা ও আরবীতে ঈদ মোবারক লেখা বিভিন্ন প্রকার ব্যানার স্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।