ফরিদপুর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে।
ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।
এর আগে ফরিদপুরের কোতোয়ালি থানায় দায়ের করা মামলাটিতে আদালতে হাজিরা দেন সাংবাদিক প্রবীর সিকদার। তার পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
অ্যাডভোকেট নান্নু জানান, শারীরিক বিবেচনায় ২০৫ ধারায় সাংবাদিক প্রবীর সিকদারের ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন জানিয়েছিলাম। আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ (২) ধারায় কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এপিপি অ্যাডভোকেট স্বপন কুমার পাল।
মামলার বাদী অ্যাডভোকেট স্বপন চন্দ্র পাল ও তার আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।
কোর্ট পরিদর্শক এসআই সুবির জানান, এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৬ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
প্রবীর সিকদার অনলাইন নিউজপোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ, বাংলা দৈনিক বাংলা ৭১ এবং উত্তরাধিকার নামের ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। রাজধানীর ইন্দিরা রোডে পত্রিকাগুলোর কার্যালয়।
মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সন্ত্রাসী হামলায় পঙ্গু এই সাংবাদিককে গত ১৬ আগস্ট রাতে তার ঢাকার কার্যালয় থেকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে যায় পুলিশ। ১৭ আগস্ট সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। সে সময় তাকে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুর রহমান। ১৮ আগস্ট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তবে ১৯ আগস্ট সকালে সাংবাদিক প্রবীরকে রিমান্ডে কোতোয়ালি থানায় নেওয়ার পর পরই আদালতে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হলেও একদিনেই জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। রিমান্ডের আর প্রয়োজন নেই।
এরপর তার জামিনের আবেদন মঞ্জুর করেন ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম। দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে রাতে ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় ফিরে যান প্রবীর সিকদার।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এএসআ