ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৭ নির্মাণ শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৭ নির্মাণ শ্রমিক ছবি: প্রতীকী

রাজশাহী: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ নির্মাণ শ্রমিক।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে খপ্পড়ে পড়েন তারা।



রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কাজীপাড়া গ্রামের সোহেল রানা (২৬), লালমনিরহাটের জামিরবাড়ি এলাকার মনিরুজ্জামান (৩৫) ও জামাল (৩২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সতেররশিয়া চামা গ্রামের তিন ভাই সোহেল (২২), রাসেল (২৪), আরিফ (২৬) ও ওই তিন সহোদরের ফুপাতো ভাই একই এলাকার সোহেল (১৮)।

অসুস্থদের মধ্যে রাসেল জানান, তারা সবাই নির্মাণ শ্রমিক। ঢাকায় কাজ শেষে ঈদ করার উদ্দেশে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। টাঙ্গাইল এলাকায় এসে তারা সবাই পানি পান করেন। এরপরেই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তবে অল্প পানি পান করায় তিনি অসুস্থ হলেও জ্ঞান হারাননি।

ভোরে ট্রাকটি কাটাখালি পুলিশ ফাঁড়ির কাছে আসলে তিনি ট্রাক থামিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলেন। পরে পুলিশ ট্রাক থেকে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করান।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।