ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাটখিলে বিদেশি মদসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
চাটখিলে বিদেশি মদসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় ১৪৪ বোতল বিদেশি মদসহ মুরাদ হোসেন বাবু (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক মুরাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শহিদ উল্লাহর ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ঢাকা-নোয়াখালী সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। ভোরে একটি প্রাইভেটকারকে দাঁড়ানোর জন্য ইশারা করলে সেটি না দাঁড়িয়ে হোসেনপুর গ্রামের দিকে চলে যায়।

ধাওয়া দিয়ে প্রাইভেটকারটিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাইভেটকারের চালক মুরাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।