সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসের চাপায় নাহিম (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার সায়দাবাদ এলাকায় সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাহিম সদর উপজেলার মোহনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম বাংলানিউজকে জানান, মাদ্রাসায় যাওয়ার জন্য নাহিম মায়ের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে, নিহত মাদ্রাসাছাত্রের মা অক্ষত আছেন বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমজেড