ঢাকা: নানা সংকট কাটিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত হজে অংশ নিতে বাংলাদেশ থেকে সৌদি আরব পাঠানো হয়েছে ১ লাখ ৬ হাজার ৬০ জন হজযাত্রীকে। এদিন হজের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বুধবার (২৩ সেপ্টেম্বর)।
এবার নির্ধারিত কোটার চেয়ে ৯৮ হজযাত্রী কম রেখেই হজে পাঠানোর আনুষ্ঠানিকতা শেষ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সবশেষ তথ্য অনুযায়ী, হজ ব্যবস্থাপনার সদস্যসহ সর্বমোট হজযাত্রী ১ লাখ ৬ হাজার ৬০ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভুয়া নিবন্ধিত হজযাত্রীদের শেষ মুহূর্তের যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাদ দিয়ে প্রকৃত হজযাত্রীদের পাঠানোর কারণেই কোটার চেয়ে ৯৮জন হজযাত্রী কম পাঠানো হলো।
চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার কথা ছিলো ১ লাখ ১ হাজার ৭শ ৫৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭শ ৫৪ জন এবং বেসরকারিভাবে যাওয়ার কথা ছিল ৯৯ হাজার ৪ জন হজযাত্রী।
প্রথম দফার হজ ফ্লাইট শুরু হয় ১৬ আগস্ট। তৃতীয় ও শেষ দফায় এসে হজ ফ্লাইট শেষ হয় মঙ্গলবার ভোরে।
বাংলাদেশ হজ অফিস মক্কার তত্ত্বাবধানে সমন্বিত একটি অগ্রবর্তী দল ২১ সেপ্টেম্বর বাদ মাগরিব মিনায় পৌঁছায়। দলটি মিনার তাঁবুতে অফিস স্থাপন করে কার্যক্রম শুরু করেছে।
এ বছর হজযাত্রীদের নিয়ে সৌদি আবর গিয়েছে ২৮৫টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪৯টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩৬টি ফ্লাইট রয়েছে।
এবছর হজযাত্রীদের লাগেজ হারিয়েছে ৪শ ৭৩টি। আর পাওয়া গেছে ২শ ৬৭টি। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ২শ ২টি। আর পাওয়া যায়নি ২শ ৬টি।
হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযয়ী, সৌদি আরবে মঙ্গলবার ভোর পর্যন্ত মারা গেছেন ৪১ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৯ জন।
এদিকে মঙ্গলবার ভোরে অনেক চেষ্টা করেও অসুস্থ হওয়ার কারণে হজে পাঠানো সম্ভব হয়নি ৬৫ বছর বয়সী আবু সিদ্দিককে। নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ মির্জাপুর এলাকায় তার বাড়ি।
এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৭৮৩টি হজ এজেন্সি হজযাত্রী পাঠিয়েছে। হাজিদের সম্ভাব্য প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ অক্টোবর।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএমএ/এএ