ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
গোয়ালন্দে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের
গোয়ালন্দ বাসস্ট্যাণ্ডে একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

এ সময় আরিফুলের সহযোগী আবুল হোসেন (৩৫) পালিয়ে যায়।

আটক আরিফুল ইসলাম ঝালকাঠি জেলার নবগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। পলাতক আবুল হোসেন যশোরের বাসিন্দা।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাউদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সামনের ফিউজ বক্সের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।