ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘নারীর উন্নয়ন হয়েছে ক্ষমতায়ন হয়নি’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
‘নারীর উন্নয়ন হয়েছে ক্ষমতায়ন হয়নি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারীর উন্নয়ন হয়েছে কিন্তু ক্ষমতায়ন হয়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা ২০৩০-নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

সুব্রত বাড়ৈ বলেন, এখনো নারীর সন্মানহানী চলছে। সরকারি কর্মচারীদের বছর বছর বেতন বাড়ে আর জনগণকে বলা হয় ট্যাক্স, ভ্যাট দাও। একে সুশাসন বলে না। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জণপ্রতিনিধিদের একত্রিত হয়ে দেশ গড়ার সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, নারীর উন্নয়ন হয়েছে কিন্তু ক্ষমতায়ন হয়নি। এখনো নারীর সন্মানহানী চলছে। আমাদের উন্নয়ন টেকসই হচ্চে না শুধুমাত্র দুর্নীতির কারণে। অথচ সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পণা গ্রহণের কার্যক্রম প্রায় সমাপ্ত।

সুব্রত বলেন, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রবৃদ্ধি তরান্বিতকরণ ও প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন। এজন্য আমাদের লক্ষ হচ্ছে ডিজিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীতকরণ, দারিদ্রদূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন, বিদ্যুত জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- রেড অরেঞ্জ-এর পরিচালক আমিরুজ্জামান, বাঁচতে শেখ- এর নির্বাহী পরিচালক ফিরোজা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্র’র সমন্বয়কারী শরিফুল ইসলাম ও সহকারী সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএস/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।