ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শাহরাস্তিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
শাহরাস্তিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ছবি : প্রতীকী

চাঁদপুর: স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকা মো. রুবেল (১৯) নামে যুবককে ১০ মাস ১০ দিন কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল মাসুদ এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত রুবেল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাদির কামতা গ্রামের বড় বাড়ির আবদুস ছালেমের ছেলে।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন রুবেল। খবর পেয়ে দুপুরে পুলিশ রুবেলকে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সামিউল মাসুদ বাংলানিউজকে জানান, যৌন হয়রানির দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার বিধান রয়েছে। তবে কিছুটা ব্যতিক্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে রুবেলকে। ১০ মাস ১০ দিন মায়ের গর্ভে থাকার পরও নারী জাতির প্রতি সম্মান না দেখানোর কারণে তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।