ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘শেখ হাসিনা আছেন বলেই সর্বত্র উন্নয়ন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
‘শেখ হাসিনা আছেন বলেই সর্বত্র উন্নয়ন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে। জাতীয় উন্নয়নের পাশাপাশি তিনি পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে জোরালো ভূমিকাও রাখছেন।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। পরিবেশ বিষয়ক জাতিসংঘের পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ জয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণঅধিকার পার্টির সভাপতি মো. হোসেন মোল্লা, নদী সংস্কার পানি শাসন ও ব্যবহার সংগ্রাম পরিষদ বাংলাদেশ সভাপতি শাহাদৎ হোসেন হামজা, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়, জাসদ নেতা হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা আ স ম মুস্তফা কামাল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নানা প্রকল্প গ্রহণসহ জাতিসংঘেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই জাতিসংঘ তাকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ শীর্ষক পরিবেশ বিষয়ক পুরস্কার প্রদান করেছে।

তারা বলেন, আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন। সেখানে তিনি আমাদের সাধারণ মানুষের কথা তুলে ধরবেন, যেমনটা এর আগেও করেছেন। বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে বাংলাদেশ এনেছেন, আর তার সুযোগ্য কন্যা সোনার বাংলা গড়তে সংগ্রাম করে যাচ্ছেন। এজন্য তাকে বারবার মৃত্যুর মুখেও পড়তে হয়েছে। তবু তিনি কোনো ভয়কেই পরোয়া করেননি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএস/আরএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।