ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে কখন কোথায় ঈদের জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বরিশালে কখন কোথায় ঈদের জামাত (ফাইল ফটো)

বরিশাল: বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল মান্নান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর ঈদের প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। এছাড়া জামে কশাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়, জামে এবায়দুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া বরিশাল শহরের বায়তুল মোকাররম জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত ৮টায়, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ফকিরবাড়ি জামে মসজিদে সকাল ৮টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল ৮টায়, ল কলেজ জামে মসজিদে সকাল ৮টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল ৮টায়, ব্রাইন্ড কম্পাউন্ড জামে মসজিদে ৮টায়, জেলগেট জামে মসজিদে সাড়ে ৭টায়, গুটিয়া জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ জামে মসজিদে ৮টায়, কালিজিরা বড় জামে মসজিদে  টায় এবং পাওয়ার হাউজ জামে মসজিদে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।