যশোর: যশোরের কেশবপুর উপজেলায় শরিফুল ইসলাম (১২) নামে এক শিশুকে হত্যার অভিযোগে আবু তাহের নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়ে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে শিশুটির বাবা বাদী হয়ে আবু তাহের ও তার দুই ছেলেকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এর আগে সন্ধ্যায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশু শরিফুল ইসলাম কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের এলাহবক্স সরদারের ছেলে। আবু তাহের পৌর জামায়াতের এক রোকন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ওই জামায়াত নেতার ছেলে শামছুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মৃত শরিফুলের চাচাতো ভাই বাচ্চু সরদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বছরখানেক আগে থেকে শরিফুল কেশবপুর উপজেলা শহরের কলেজ পাড়া এলাকার জামায়াত নেতা আবু তাহের ওরফে বীজ তাহেরের বাড়িতে বসবাসের পাশাপাশি তার মালিকানাধীন তাহের বীজ ভাণ্ডারে কর্মচারী হিসেবে কাজ করত।
সোমবার (২১ সেপেন্টম্বর) রাতে জামায়াত নেতা আবু তাহের শরিফুলের বাড়িতে ফোন করে জানায়, বিকেল ৩টার দিকে শরিফুল বিষ খেয়েছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।
মৃত শরিফুলের চাচাতো ভাই কান্নাজড়িত কন্ঠে আরও বলেন, বীজ তাহেরের বাড়ি থেকে আমাদের বাড়ি ১৫ মিনিটের রাস্তা। অথচ, বিকেলে ভাইকে হাসপাতালে ভর্তি করা হলেও আমাদের বাড়িতে সংবাদ দেয়নি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাহেরের বাড়ির এলাকায় গিয়ে জানতে পারি, তিনদিন আগে ওই বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ওই ফোন চুরির অপবাদ দিয়ে শরিফুলকে কয়েক দফায় মারধর করে তাহের তার স্ত্রী এবং ছেলে শামছুর। একপর্যায়ে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাকে গলাটিপে ও মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে পাঠানো হয়।
মৃতের পরিবার আরও জানায়, এ ঘটনার পর থেকে স্থানীয় এক জনপ্রতিনিধি ও পুলিশের পক্ষ থেকে তাদের বলা হচ্ছে, কিছু টাকা ক্ষতিপূরণ নিয়ে বিষয়টি মিটিয়ে ফেল। অন্যথায়, মামলা-ঝামলায় জড়িয়ে লাভ হবে না।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে শিশু শরিফুলের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা সে সম্পর্কে কিছুই বলা যাবে না।
তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন আবু তাহেরের ছেলে শামছুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে আইনের ধারা পরিবর্তন হবে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ