যশোর: যশোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকার সরদার নার্সারিতে অভিযান চালিয়ে আকবার আলী নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) গভীররাতে তাকে আটক করা হয়।
তিনি মণিরামপুর উপজেলার পাকদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গভীররাতে চালকিডাঙ্গা এলাকার সরদার নার্সারি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। টের পেয়ে ডাকাতরা এসময় পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সদস্য আকবার আলীকে আটক করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই