বান্দরবান: পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বান্দরবানে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে হিল ইউমেন্স ফেডারেশন ও মহিলা সমিতির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হিল ইউমেন্স ফেডারেশনের উদ্যোগে নারী কর্মীরা জনসংহতি সমিতির জেলা কার্যালয় হতে কালোপতাকা মিছিল বের করে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে এসে মিলিত হয়।
বান্দরবান মহিলা সমিতির সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং মরমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী চঞ্চলা চাকমা, জেলা শাখার সভানেত্রী শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, মহিলা সমিতির সহ-সাধারণ সম্পাদক মে শৈ প্রু মারমা প্রমুখ।
এসময় একই কর্মসূচিতে জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। শিগগিরই শান্তি চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য জেলা পরিষদগুলোর সঠিক কর্মকাণ্ড পরিচালনা, আদিবাসীদের শিক্ষা ও চাকরির নিশ্চয়তাসহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকারের প্রতি শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
এছাড়াও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের পাশাপাশি রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধ করা ও পাহাড়ে নারীদের ওপর সহিংসতা বন্ধেরও দাবি জানান সংগঠন দুটির নেতাকর্মীরা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেয় সংগঠন দুটির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএইচ