ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের ৩ জনের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের ৩ জনের মৃতদেহ উদ্ধার

বাগেরহাট : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ও ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সুন্দরবনের দুবলা জেলেপল্লীর আলোরকোল ও মরার চর এলাকা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।



মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুবলা ফিসারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান শামীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গোপসাগর উপকূলের আলোরকোলের লাইট হাউজ এলাকা থেকে দু’টি এবং মরার চরের কাছ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গত ২০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ও নৌকাডুবির ঘটনায় অন্তত শতাধিক জেলে নিখোঁজ হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

** খোঁজ মেলেনি বাগেরহাটের শতাধিক জেলের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।