ময়মনসিংহ: জেলার ফুলপুর উপজেলার ৫নং ইউনিয়নের পূর্ববাখাই গ্রামের বিএনপি নেতা নাজমুল হুদা তালুকদারের হয়রানি ও জুলুমের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নিরীহ গ্রামবাসী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- নাজমুল হুদার হয়রানিমূলক মামলার শিকার রমিজ উদ্দিন, আব্দুল শেখ, জালাল উদ্দিন, ফরজুল ও আলম।
সংবাদ সম্মেলনে স্থানীয় পূর্ববাখাই গ্রামের আব্দুল শেখ অভিযোগ করে বলেন, উপজেলার ৫নং ইউনিয়নের বাখাই মৌজার ২ একর ৭৬ শতাংশ জমি প্রায় দুই বছর ধরে জোরপূর্বক দখল করে নিয়েছেন নাজমুল হুদা। অথচ দলিল মূলে এ জমির মালিক আমার বাবা প্রয়াত এলাহী বক্স খন্দকার।
তিনি বলেন, আমার বাবার মৃত্যুর পর আমরা ৪ ভাই এ জমির মালিক। কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে এ জমি দখলে নিয়েছেন নাজমুল হুদা। আমরা এ সম্পত্তি দাবি করার পর নাজমুল হুদা আমাদের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ ৮ টি মিথ্যা মামলা দায়ের করেন।
শুধু তাই নয়, আমাদের পক্ষে প্রতিবাদ করতে এসে স্থানীয় রমিজ উদ্দিন, হাবিবুর রহমান, বিল্লাল খান ও ওসমান গণিকে ৪টি মামলায় আসামি করা হয়েছে। তারা মিথ্যা এসব মামলায় জেল-জুলুমেরও শিকার হয়েছেন।
হয়রানিমূলক মামলার শিকার রমিজ উদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, নাজমুল হুদা তালুকদার বিএনপি নেতা। তার ভাই জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান তালুকদার পুলিশি ক্ষমতা প্রয়োগ করে গাজীপুরের টঙ্গীতে থাকা আমার ভাই হাবিবকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা আতঙ্কিত। আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিএস