ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জেএন দেব চৌধুরীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মো. মাহবুবুর রহমান খান।
তারা সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ সিটির হাইওয়ে, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর এলাকায় ব্যাটারিচালিত রিকশা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেছেন।
তারা জানান, রুলে ওই এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা অপসারণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রিকশা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিটির আওতায় থাকা তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রিট আবেদনটি দায়ের করেন রুহুল আমীনসহ পাঁচজন রিকশা (ব্যাটারি ছাড়া) মালিক।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ইএস/আইএ