রাজবাড়ী: ঈদুল আজহা উপলক্ষে যানবাহনের চাপ বেশি থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।
কোরবানির পশুবাহী ট্রাকের ভিড় বাড়তে থাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পাড়ের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ ট্রাক, বাস ও ছোট যানবাহন।
এদিকে, ভাপসা গরম ও গুড়ি গুড়ি বৃষ্টিতে দীর্ঘ সময় ধরে ট্রাকে গাদাগাদি করে দাঁড় করিয়ে রাখায় অনেক গরু-ছাগল অসুস্থ হয়ে পড়ছে। এতে বিপাকে পড়েছেন পশু ব্যবসায়ীরা। কোরবানির পশু নিয়ে ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
পারের অপেক্ষায় থাকা কুষ্টিয়ার গরু ব্যবসায়ী মো. রওশন মন্ডল জানান, ঘাটে আরও বেশি ফেরি থাকা দরকার।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জানান, ঘাটে সিরিয়াল অনুযায়ী গাড়ি পারাপার কছে ট্রাফিক বিভাগ। এছাড়া ঘাটে মানুষের জাল-মালের নিরাপত্তা ও বেআইনি কর্মকাণ্ড রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সফিকুল ইসলাম জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ঘাটে পারাপারে পশুবাহী ট্রাককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঈদের আগে ও পরের তিন দিন ঘাটে শুধু জরুরি পণ্য ও যাত্রীবাহী গাড়ি পারাপার করা হবে।
তিনি জানান, ব্যবস্থাপনা সুষ্ঠু করতে ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সব কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদের বাড়তি চাপ মোকাবেলায় আরও ২টি ফেরি যোগ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর
** পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়ছে