বরিশাল: বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বরিশাল নগরের সড়কের উন্নয়ন কাজ থামিয়ে রাখা হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে বৃষ্টি শেষ হলেই যে সব সড়ক ভাঙা রয়েছে তা সংস্কার করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বসিকের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ৪০ বছরের চেয়ে এ বছর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। অনবরত বৃষ্টির কারণে রাস্তার বিটুমিন, পাথর উঠে যাচ্ছে। আর বিটুমিনের বড় শত্রু পানি। তাই বৃষ্টি শেষ হলে এ নগরের রাস্তা ঘাট পূনঃর্নিমাণ ও সংস্কারের করা হবে বলে।
বসিক মেয়র বলেন, শুধুমাত্র বৃষ্টির কারণে এসব উন্নয়ন কাজ থমকে রয়েছে। আমরা বরিশালকে একটি টেকসই ও উন্নয়নশীল নগরীতে রূপান্তর করতে চাই। আপাতত জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তার ভাঙ্গা স্থানে ইটের টুকরো ফেলা হচ্ছে। যাতে নগরবাসী স্বাভাবিবক চলাচল করতে পারে।
তবে এ দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন মেয়র কামাল।
বরিশাল নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে মেয়র বলেন, বরিশালে বর্ধিত এলাকার ২৮টি সড়কে সংস্কার ও পুনঃর্নিমাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। ওইসব এলাকায় ১৭ দশমিক ৩৬ কিলোমিটার রাস্তার কাজে ব্যয় ধরা হয়েছে ৩২ দশমিক ৪৪ কোটি টাকা।
এছাড়াও বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ২৪টি রাস্তার ২৭ দশমিক ৪৭ কিলোমিটার সংস্কার ও পুনঃর্নিমাণের জন্য ব্যয় র্নিধারণ করা হয়েছে ৪২ দশমিক ৫৩ কোটি টাকা। যার কাজও বৃষ্টি শেষ হলে করা হবে।
এছাড়াও বরিশাল নগরীতে একটি ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য অর্থবরাদ্দসহ প্রাথমিক পর্যায়ের সব কাজ এরইমধ্যে শেষ করা হয়েছে। আর এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। এর মধ্যে ১৮ কোটি টাকা জমির জন্য র্নিধারণ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন বিষয়ে মেয়র কামাল বলেন, বরিশালের বিভিন্ন খাল পুনরায় দখলদারদের কাছ থেকে উদ্ধার করে তা সংরক্ষণ করা হবে। এরইমধ্যে দখলকৃত খালগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বরিশালের টিভি পুকুর, রাখালবাবুর পুকুরসহ বিভিন্ন পুকুরের চারপাশে ওয়াকওয়ে র্নিমাণ করা হবে এবং অত্যাধুনিক আলোক সজ্জার ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, বরিশালে একটি বৃদ্ধাশ্রম, নগরীর আমানতগঞ্জে নতুন একটি শিশুপার্ক র্নিমাণ, একটি মহিলা হোস্টেল র্নিমাণ ও বরিশাল নগরীর সদর রোডের বিবি পুকুরে দৃষ্টিনন্দন ফোয়ারা র্নিমাণ করা হবে।
ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে তিনি বলেন, বরিশাল নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে লালকালি দিয়ে বসবাস অযোগ্য লিখে দেওয়ার নির্দেশনা পাওয়া গেছে এ কাজও দ্রুত সম্পন্ন করা হবে।
আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের সচিব খন্দকার আনোয়ার হোসেন, প্রধান র্নিবাহী পরিচালক রনজিৎ কুমার, প্যানেল মেয়র কে এম শহিদুল্লাহ, প্যানেল মেয়র মোশারফ আলী খান বাদশা, কাউন্সিলর আলতাব মাহমুদ সিকদার, বিসিসির প্রধান প্রকৌশলী নুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএইচ