মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা সেবন ও বহনের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান মালসাদহ মোড়ে আদালত বসিয়ে এ নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর সদর উপজেলার বালিরমাঠ পাড়ার মনিরুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন (২৩) ও একই গ্রামের তারাচাঁদ মন্ডলের ছেলে জাহিরুল (২৫)। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাংনীর কাথুলী ব্রিজের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ইলিয়াস হোসেন ও জাহিরুলকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এদিকে, গাংনী শহরের বড় বাজারের এলাকার গাংনী সুইটসে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে মালিক বারিউল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক মণ মিষ্টি ও জিলাপি তৈরির মণ্ড বিনষ্ট করা হয়েছে।
এছাড়া আমিন মিষ্টান্ন ভান্ডারে বাসি খাবার রাখায় দুই হাজার টাকা জরিমানা ও পাঁচ কেজি পুরি বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর