ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে গণপরিবহন থেকে ‘বকশিস’ ১১ হাজার কোটি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঈদে গণপরিবহন থেকে ‘বকশিস’ ১১ হাজার কোটি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কোরবানি ঈদ উপলক্ষে দেশের সড়ক, রেল ও নৌপথের যাত্রীদের কাছ থেকে ‘ঈদ বকশিস’ বা অতিরিক্ত ভাড়ার নামে প্রায় ১১ হাজার কোটি টাকা আদায় করা হবে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।



তিনি জানান, সমিতির আওতায় আঞ্চলিক মাঠ পর্যায়ে কর্মীদের জরিপে অতিরিক্ত ভাড়া আদায়ের এমন অঙ্ক বেরিয়ে এসেছে।

মোজাম্মেল হক বলেন, ঈদে কী পরিমাণ গণপরিবহন চলাচল করবে, কত সংখ্যক যাত্রী যাতায়াত করবেন, যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে কী হারে অতিরিক্ত ভাড়া আদায় করা হবে এবং পূর্বের ঈদগুলোতে ভাড়া আদায়ের পরিসংখ্যান গড়ে হিসাব করে এবারের ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়ার অঙ্ক বের করা হয়েছে।

তিনি বলেন, এই তিনপথে সাধারণ যাত্রীদের গুনতে হবে প্রায় ১০ হাজার ৭শ’ কোটি টাকা। যা সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত। এটিকে লুটপাট বলেও আখ্যা দেন তিনি।

বিষয়টি বিবেচনা করে অবিলম্বে সরকার যেন বিষয়টি আমলে নেয়। এতে সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ বন্ধ হবে। এমনই দাবি করা হয়েছে সমিতির পক্ষ থেকে। সংগঠনটির পক্ষ থেকে মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতেও এ কথা জানানো হয়।

‍বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।