বরিশাল: বরিশালের হিজলা উপজেলার পল্লী চিকিৎসক নান্নু হত্যা মামলার ছয় আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদীব আলী এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খালাসপ্রাপ্তরা হলেন-হিজলার চর-পত্তনি এলাকার মালেক, মেহেদী, ইউনুস সরদার, কাজেম দেওয়ান, কাদের খান ও আজম সরদার। রায় ঘোষণার সময় কাদের খান ছাড়া সবাই উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন নান্নু ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি বিকেলে বাংলা বাজার এলাকায় তার নিজস্ব ফার্মেসিতে গিয়ে আর বাসায় ফেরেননি। ওই দিন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বজনরা। এর পরদিন সকালে পাশের নুর ইসলাম সরদারের বাড়ির পুকুর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত নান্নুর স্বজন নুর মোহাম্মদ খাঁ বাদী হয়ে হিজলা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৩ জুলাই ওই ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
এর পরিপ্রেক্ষিতে ১৯ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার আসামিদের খালাস দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই/