ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষা ও ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন করেছেন ভোলার ইলিশা ও রাজাপুরবাসী।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির ১০ দিনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ  কর্মসূচি পালিত হয়।



সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ, ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. সহিদ  আলী, সদস্য সচিব নুরে আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা মেঘনার ভাঙনরোধে অবিলম্বে সিসি ব্লক দিয়ে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।