ফেনী: ফেনীতে সুমন হোসেন (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন মোহাম্মদ আলী এলাকার মৃত আব্দুস সালাম মুহুরির ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ছয়টি মামলা আছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় সুমনকে আটক করা হয়। পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমজেড