ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
চৌদ্দগ্রামে বাসচাপায় অটোরিকশা চালক নিহত ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে অটোরিকশাটি ফাল্গুনকরা এলাকা সংলগ্ন মহাসড়কে উঠছিল। এসময় ইউনিক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।