ঢাকা: গাজীপুর সদরের মীরেরগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে একব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া বাংলানিউজকে জানান, ঢাকা-রাজশাহী রেল রুটের মীরেরগাঁও এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এএসআই দাদন মিয়া বলেন, নিহতের নাম পরিচয় জানা যায়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরণে নীল রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে গায়ে কোনো কাপড় ছিল না।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
শিহাব/এমএ