ঢাকা: খুব দ্রুতই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যকোষ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটররা। এ সুবিধা পেলে নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকের তথ্য নিজেরাই যাচাই করতে পারবেন তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল ফোন অপারেটর ও এনআইডি প্রতিনিধিদের সঙ্গে সভা করেন তিনি। সভা শেষে এসব জানান তারানা।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একটি পরিচয়পত্রের বিপরীতে হাজার হাজার সিমের নিবন্ধন হয়েছে। এক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা একটি সঙ্গত যুক্তি দেখিয়েছেন। তাদের এনআইডি অ্যাক্সেস নেই।
তারানা বলেন, অপারেটরদের যুক্তিটি ঠিক আছে। এনআইডি অ্যাক্সেস নেই। কিন্তু সামনেই তারা পাবেন।
বিদ্যমান সমস্যা যেন না থাকে, তাই এনআইডি ও মোবাইল অপারেটরদের মধ্যে একটি এমওইউ (সমঝোতা) সই করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তখন আর এভাবে অবৈধ নিবন্ধন হবে না। তবে এরপরও যদি অবৈধ কর্মকাণ্ড চলে, সেক্ষেত্রে দায় মোবাইল অপারেটরদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বরে বায়োমেট্রিক্স চালু হলে এসব সমস্যা থাকবে না। তখন অস্বাভাবিক নিবন্ধন বা অনিয়মে অপারেটররা জবাবদিহি করবেন।
এ সময় মোবাইল অপারেটর প্রতিনিধি, এনআইডি প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাক্ষরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব দ্রুত সময়ে করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
উপস্থিত মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা জানান, স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তারা ইতোমধ্যে জমা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসকেএস/আইএ
** ১ নভেম্বর থেকে পরীক্ষামূলক বায়োমেট্রিক্স
** এসএমএসে সিমের তথ্য যাচাই শুরু ১৫ অক্টোবর
** ১৪ হাজার সিমের মালিক একজন!