ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মহাসড়কে ডাকাতি রোধে পুলিশের লিফলেট

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মহাসড়কে ডাকাতি রোধে পুলিশের লিফলেট ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): ঈদের সময় মহাসড়কে ডাকাতি রোধে কুমিল্লার চান্দিনায় সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও মাধাইয়া বাসস্ট্যান্ডে আসা সব যানবাহনে এ লিফলেট বিলি করা হয়।



‘ডাকাতদের থেকে সাবধান' শিরোনামে ওই লিফলেটে ডাকাতির লক্ষণ, করণীয় উল্লেখ করে মহাসড়ক সংলগ্ন সব পুলিশ ফাঁড়ির ফোন নম্বর দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের উদ্যোগে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামীসহ চান্দিনা থানা পুলিশ মহাসড়কের যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী যানবাহনে এসব লিফলেট বিলি করেন।

ওসি রসূল আহমেদ নিজামী বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর ডাকাতচক্র মহাসড়কের বিভিন্ন স্থানে চলন্ত গাড়িতে রড ছুঁড়ে মারলে বিকট শব্দ হয়। তখন চালক যান্ত্রিক ত্রুটি ভেবে গাড়ির গতিরোধ করলেই ডাকাতির ঘটনা ঘটে। এমন ঘটনা উল্লেখ করে চালকদের সতর্ক করতেই আমাদের এ উদ্যোগ।

এমন ঘটনা ঘটলে বা গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্প, বাজার এলাকা বা টহল পুলিশ আছে এমন স্থানে গাড়ি থামানোর জন্য চালকদের পরামর্শ দেন ওসি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- চান্দিনা থানার ওসি/তদন্ত মহিউদ্দিন মিয়া, এসআই সাজেদুল ইসলাম, লিটন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫  
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।