ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শীতের শুরুতে আবারও করমেল‍া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
শীতের শুরুতে আবারও করমেল‍া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অর্থমন্ত্রীর নির্দেশে শীতের শুরুতে আবারও একটি আয়কর মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
মঙ্গলবার বিকেলে (২২ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা জানান তিনি।


 
চেয়ারম্যান বলেন, শীতের শুরুতে মেলার আয়োজন করলে তাতে করদাতারা সব সেবা পাবেন। অর্থমন্ত্রীর নির্দেশনার পর আমরা এ ব্যাপারে কাজ করছি।
 
কর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মেলার সেবা ধরে রাখতে সবাই পরামর্শ দিয়েছেন। মেলার সেবা ৭ দিনে সীমাবদ্ধ না রেখে ৩৬৫ দিন অব্যাহত রাখতে হবে।
 
তিনি আরও বলেন, ‘তেরো পার্বনের’ মধ্যে আয়কর মেলা এখন একটা নতুন উৎসব। আমাদের উদ্দেশ্য এ মেলার মাধ্যমে সারাদেশে বিপুল পরিমাণ করদাতা সৃষ্টি করা। মেলার মাধ্যমে করদাতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। মেলায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ মেলা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে।
 
সমাপনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, শীতকালে মেলা করতে পারলে সেবার পরিধি আরও বেড়ে যাবে। এ উদ্যোগকে স্বাগত জানাই।
 
তিনি বলেন, মেলার মাধ্যমে যে প্রবৃদ্ধি বেড়েছে তা ধরে রাখতে হবে। বাঙালি মেলা ভক্ত। বেশি বেশি মেলার আয়োজন করতে পারলে কর পাগল মানুষ আরও উৎসাহিত হবে।
 
শুধু কর আদায় নয় জনগণ থেকে আহরিত কর খরচের বিষয়টি জনগণকে নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে মানুষ আরও বেশি কর দেবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫/আপডেট: ১৮৪২ ঘণ্টা
আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।