ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাগর মন্ডল (৩০) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির দরজা ভেঙে খাটের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাগর গাইবান্ধা জেলার জাহিদ মন্ডলের ছেলে। তিনি তার প্রথম স্ত্রীকে নিয়ে মোল্লারটেকে থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এলাকাবাসী থানায় খবর দিলে ঘরের দরজার তালা ভেঙে খাটের নীচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখমণ্ডলও বিকৃত অবস্থায় ছিল।
‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিন-চারদিন আগে সাগরকে হত্যা করা হয়েছে,’ যোগ করেন ওসি।
ওসি শামীম বলেন, সাগর প্রায় ৮-৯ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার পর থেকেই প্রথম স্ত্রী গয়া পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। গয়াকে গ্রেফতারেও তৎপর রয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এজেডএস/এমএ