ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
খুলনায় জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় আলীম জুট মিল হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, মিল রক্ষা ও ঈদের আগে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটরা শিল্পাঞ্চালের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শ্রমিকরা সমাবেশ করেন।



সমাবেশ চলাকালে শ্রমিকরা রেলপথ অবরোধ করার চেষ্টা করলে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে রেলপথ অবরোধ থেকে সরে আসেন শ্রমিকরা।

বৃষ্টি ও বৈরী আবহওয়াকে উপেক্ষা করে শতশত শ্রমিক মিছিল করে বাঁশের লাঠি হাতে নিয়ে মহাসড়কের আলীম গেট সংলগ্ন রাজপথ অবরোধ করেন।

এতে ঈদে ঘরমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এসময় রাস্তার দুই পাশে দূরপাল্লার বাসগুলো অসহায়ের মতো দাড়িয়ে থাকতে দেখা যায়।

সমাবেশে নেতারা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকদের আন্দোলন-সংগ্রাম কখনও বৃথা যায় না। এবারও যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ঈদ বোনাসসহ বকেয়া পাওনা পরিশোধ করা না হলে, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

নেতারা অবিলম্বে সংশ্লিষ্ট দফতরসহ খুলনার মন্ত্রী ও এমপিদের হস্তক্ষেপ কামনা করেন।

আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা রাখেন আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা সাইফুল ইসলাম লিটু, মোজাম্মেল হক, আ. রহমান মোল্যা, মো. জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আ. সালাম, মুজিবুর রহমান, ইকবাল হোসেন, আব্বাস বিশ্বাস, আমিরুল ইসলাম, আকবার আলী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল রেজা, আবেদ আলী, আবু সাইদ, মকবুল হোসেন, রেজওয়ান হোসেন বাহার প্রমুখ।

১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস্ লিমিটেড ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয় এবং বিজেএমসি’র নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে এখন পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমআরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।