ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভারী বর্ষণে শ্রেণিকক্ষ ধসে নদীগর্ভে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ভারী বর্ষণে শ্রেণিকক্ষ ধসে নদীগর্ভে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় দুই দিনের ভারী বর্ষণে উপজেলার বড় রাউতা ৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ধসে শালকী নদীতে চলে গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে, পুরো স্কুল ভবনটি নদীতে চলে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয় ঘেঁষে শালকী নদী প্রবাহিত। সকালে ক্লাস চলার সময় হঠাৎ করে কক্ষের নিচের ‍মাটি ধসে কক্ষের দেয়াল ভেঙে নদীতে চলে যায়।
আরও দুই একদিন ভারী বর্ষণ হলে ভবনটির মাটি ধসে পুরো ভবন নদীতে বিলীন হয়ে যাবে বলে তারা জানান।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বাংলানিউজকে বলেন, বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।