ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মেডিকেল ভর্তি

রংপুরে প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
রংপুরে প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৭ ছবি: প্রতীকী

ঢাকা: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে রংপুরে চিকিৎসকসহ ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



আটক সাতজন হলেন- ডা. শরীফুল হাসান অন্তু, ডা. মোস্তাফিজুর রহমান পাভেল, ডা. জিল্লুর রহমান রনি, স্থানীয় এ ওয়ান কোচিং সেন্টারের শিক্ষক জামিল উদ্দীন, আতিকুর রহমান আদিল, সাজরাতুল ইয়াক্কিন রানা ও প্রাইমেট মেডিকেল কোচিং সেন্টারের পরিচালক মঞ্জুর রহমান।

মেজর আশরাফ আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এ ওয়ান কোচিং সেন্টারের তিন শিক্ষক এবং প্রাইমেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকসহ আরও তিন চিকিৎসক মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।

পরে অনুসন্ধান চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান তিনি।

মেজর আশরাফ বলেন, আটকরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারে প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫, আপডেট: ২০৫০ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।