ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা তিমিরপুর এলাকায় যাত্রীবাহী ম্যাক্সির চাপায় সালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে নিহত সালেহা ম্যাক্সির নিচে চাপা পড়েন।

পরে দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সালেহা বেগম নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত জালাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সালেহা বেগম হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি ম্যাক্সি (হবিগঞ্জ থ ০০৯৫) সালেহা বেগমকে চাপা দেয়।

আহত সালেহা বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরে দুপুর ২টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। এজাহার দেওয়া হলে মামলা নেওয়া হবে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় ম্যাক্সিটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।