ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

গাজীপুর সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
গাজীপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের উপস্থিতিতে জব্দ কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।



উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারেন্ট জাল মালিক আক্তার হোসেনকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জের বক্তারপুর এলাকার বেলাই বিলের বেরুয়া গ্রাম থেকে কারেন্ট জালসহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।