ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে।

ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছে মহাসড়কে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় মহাসড়কে পশুর হাট বন্ধ করে দেওয়ায় এখন যানজট নেই বললেই চলে। কারণ এখানে পাঁচ মিনিট জট লাগলেই দেখা যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।

তিনি আরো বলেন, তবে মহাসড়কের ওপর কোনো যানবাহন বিকল হলে ১০/১৫ মিনিটের জন্য যানজটের সৃষ্টি হয়। তবে সেটা খুবই সাময়িক। আমরা দ্রুতই মহাসড়ক থেকে বিকল হওয়া যানবাহন সরিয়ে নেওয়ার জন্য রেকার ব্যবহার করছি।

এদিকে, বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার করটিয়া বাইপাস পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত যানবাহন চলাচলে অনেকটাই ধীরগতি লক্ষ্য করা গেছে।

ওসি জানান, বৃষ্টির কারণে মহাসড়কে সৃষ্টি হওয়া খানাখন্দের কারণেও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে সব সময় সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।