জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয়ে এসব নলকূপ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে ৭টি ইউনিয়নের ৫০টি পরিবারকে নলকূপ দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওও) নার্গিস পারভীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এ কে এম হেদায়েত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআর