ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নিখোঁজ কিশোরের সন্ধান চান বাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
নিখোঁজ কিশোরের সন্ধান চান বাবা কিশোর রনি বাবু

বগুড়া: প্রায় মাস পার হতে চললেও সন্ধান মেলেনি কিশোর রনি বাবুর (১৭)।   সে জীবিত আছে না মারা গেছে এতদিনেও জানতে পারেননি তার অসহায় মা-বাবা।



সামনেই কড়া নাড়ছে কোরবানির ঈদ। ঘরে ঘরে চলবে ঈদের আনন্দ। কিন্তু রনির পরিবারে কোনো আনন্দ নেই। সেখানে কেবলই বিষাদের ছাপ। দীর্ঘদিনেও ছেলের সন্ধান না পেয়ে শোকে মা-বাবা পাগলপ্রায়।

গত ২৫ আগস্ট বগুড়ার শেরপুর পৌরশহরের ধুনট মোড়স্থ মুদি দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় রনি বাবু। সে ছিলো অনেকটা হাবা গোবা ধরনের। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে গত ৬ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (যার নং ২৪০)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশমী বাংলানিউজকে জানান, ছেলেটির সন্ধান পেতে পুলিশও তৎপর রয়েছে। সে হারিয়ে গেছে নাকি তাকে অপহরণ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন। একইসঙ্গে কেউ ছেলেটির সন্ধান পেলে শেরপুর থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।
 
থানায় দায়ের করা সাধারণ ডায়রি থেকে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের সাহেব বাবুর ছেলে রনি বাবু (১৭) ২৫ আগস্ট সকালের দিকে নিখোঁজ হয়। তার মাথার চুল ছোটো। গায়ে হাফশার্ট ও পরনে ফুলপ্যান্ট ছিল। সে অনেক সময় মানসিক ভারসাম্যহীন আচরণও করে থাকে বলে ডায়রিতে উল্লেখ করা আছে।

রনির বাবা সাহেব বাবু বাংলানিউজকে জানান, ছেলেকে নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় আছি। ছেলেটি জীবিত আছে না মরে গেছে এতদিনে তাও জানতে পারলাম না। ছেলের শোকে ওর মা’ও পাগলপ্রায় হয়ে গেছে। এরপরও মুদি দোকানি বাবা তার কিশোর ছেলের খোঁজ অব্যাহত রেখেছেন বলে জানালেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।