রংপুর থেকে: ঘড়ির কাঁটায় রাত ২টা ২৬ মিনিট, ৯১৩০৬৬২ নম্বরে ফোন দিতে কয়েক সেকেন্ডের মধ্যে ওপার থেকে সালাম জানিয়ে সরল কণ্ঠে ভেসে এলো- ‘হ্যালো, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলছি, কে বলছেন? কোনে সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?’
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মধ্যরাতে এভাবে নিয়ন্ত্রণ কক্ষের তৎপরতা জানান দিলেন একজন কর্মকর্তা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকার এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে স্থাপন করেছে এ নিয়ন্ত্রণ কক্ষ।
সাংবাদিক পরিচয় পেয়ে জানতে চাইলেন, ভাই কোথাও কোনো সমস্যার খবর আছে নাকি? আমরা মনিটরিং করছি। সমস্যা থাকলে জানান, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেব। প্রতিবারের মতো এবার ঈদ উপলক্ষেও চালু করা হয়েছে এই নিয়ন্ত্রণ কক্ষ।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হলো, টেলিভিশন এবং অনলাইন পোর্টালগুলো মনিটর করার পাশাপাশি বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের কাছে ফোন করে জানতে চাওয়া হচ্ছে সমস্যা আছে কিনা? মানিকগঞ্জ-পাটুরিয়ায় তেমন চাপ নেই, সড়কগুলোও পুরোপুরি সচল। যেখানে সমস্যা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৃষ্টিতে যাতে চলাচল বিঘ্ন না হয়, সেজন্য ইট দিয়ে দ্রুত মেরামত করা হচ্ছে।
তবে, এখনও যাত্রীদের পক্ষ থেকে কোনো সমস্যা বা অভিযোগের খবর আসেনি বলে জানান সিস্টেম এনালিস্ট শহিদ।
নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন কর্মকর্তারা জানান, এবার কম ছুটির কারণে আগে পরে মানুষ রাজধানী ছেড়েছেন। গার্মেন্টসও পর্যায়ক্রমে ছুটি হয়েছে, তবে আরও একটু চাপ বাড়বে বুধবার। এরপরও এবার সমস্যা হবে না বলে আশা রাখছেন কর্মকর্তারা।
২৪ ঘণ্টায় তিন সিফটে মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিআরটিএ’র নয়জন করে জনবল দায়িত্ব পালন করছেন নিয়ন্ত্রণ কক্ষে। সড়ক বিভাগের অধীনে থাকা ফেরি নিয়ন্ত্রণের জন্য মেকানিক্যালের আলাদা কর্মকর্তা রয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষের খোঁজ-খবর রাখছেন মন্ত্রী-সচিবসহ কর্মকর্তারা।
মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ কক্ষে আরও দায়িত্ব পালন করছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলীম খান, বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আহমেদ ও স্টোনে টাইপিস্ট মারনুস রহমান, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু জাফর ও অফিস সহায়ক নজরুল ইসলাম এবং মহাসড়ক বিভাগের অফিস সহায়ক মশিউর রহমান। বাংলানিউজেজর অনুরোধে তাৎক্ষণিভাবে নিয়ন্ত্রণ কক্ষের কিছু ছবিও সরবরাহ করেন তারা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলানিউজকে জানিয়েছেন, এ নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সার্বক্ষণিক চালু থাকবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। নিয়ন্ত্রণ কক্ষের আরেকটি নম্বর হলো: ০১৯৬৬৬২২০১৯। ঈদযাত্রা শুভ, নিরাপদ ও আনন্দময় করতে যাত্রাপথে যে কোনো সমস্যায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন যে কেউ।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমআইএইচ/পিসি