দিনাজপুর: নির্বাচিত কমিটির কাজে বাধাদানসহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর আইনজীবী সমিতির কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সিনিয়র আইনজীবী আলহাজ খয়রাত আলী, মো. আব্দুস সাঈদ, মো. আসির উদ্দীন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী শামিম বিন গোলাম পার্ল, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোল্লা মো. সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ ইব্রাহিম, কোষাধ্যক্ষ মো. এমাম আলী ও ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমুখ।
সভায় আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, সিনিয়র আইনজীবী রুহুল আমিন, ফোরাম নেতা মো. সিরাজুল ইসলাম, আনোয়ারুল আজিম খোকন, আব্দুস সোবহান, গোলাম ফারুক, মো. রইস উদ্দীন, মো. তারিকুল ইসলাম (তারেক), মো. মশিউর রহমান, মো. নিয়ামুল হক চৌধুরী, মো. আইনুল হক, মো. রাশেদুল ইসলাম মানিক, মো. আজেদুর রহমান, আবুল বাশার প্রিন্স, মো. মাহফুজ, মো. সৈকত ও মো. পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিসি