ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রসহ নিহত ২ ছবি: প্রতীকী

বরগুনা: বরগুনার আমতলী-পটুয়াখলী সড়কে চুনাখালী এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উজ্জল কুমার সহদেব (২৪) ও মোটরসাইকেল চালক মনির সিকদার (৩২)।

উজ্জল বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেশব লাল শীলের একমাত্র ছেলে। মনির সিকদার পটুয়াখালী জেলার শঙ্কর পুর গ্রামের আবদুর রহমান সিকদারের ছেলে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন নামের অপর মোটরসাইকেল আরোহীকে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, পটুয়াখালী থেকে আমতলী আসার পথে বীপরিত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই উজ্জল ও মনির মারা যায়। ঘাতক পিকআপ ভ্যানটিকে পুলিশ আটক করেছে, তবে চালক পলাতক রয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫/আপডেটেড ১৩৪০ ঘণ্টা
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।