ঢাকা: রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যসহ ১৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
অজ্ঞান পার্টির সদস্যরা ছাড়াও আটককৃতদের মধ্যে পকেটমার, ছিনতাইকারীরাও রয়েছে। এছাড়াও পৃথক এক অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দু’জনকে আটক করেছে ডিবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এই বিষয়ে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আটক অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী সদস্যরা হলেন, আলী হোসেন, সাজ্জাদ হোসেন, মনু মিয়া, ওমর ফারুক কালু, আমির হোসেন, রনি, সোহেল, বাদল মিয়া, সেলিম, লিটন মিয়া, বাবু, কালাম ও আকবর। আর হেরোইনসহ আটক দু’জন হলেন খালেক ও মিলন।
ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আটককৃত অজ্ঞানপার্টির সদস্যরা দোষ স্বীকার করলে তাদের ১ মাস থেকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতদের কাছ থেকে মলম, মরিচের গুড়া, চেতনানাশক ওষুধ, ডিপ হিট স্প্রে উদ্ধার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫/আপডেট: ১৪৫২ ঘণ্টা
এনএইচএফ/আরএইচ/এএসআর