ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ক্রীড়াপল্লী আবুল মনসুর সড়ক। সড়কের প্রবেশ পথেই জটলা পাকিয়ে আছেন চার তরুণ।
হালের জনপ্রিয় ধারা সেলফি তুলতে ব্যস্ত তরুণদের সঙ্গে তাল মিলিয়ে যেন ভাব বিনিময় করছে গরুরাও!
হাটে আগন্তুক সবার দৃষ্টি তখন ওই তরুণ দলের দিকে। এ দৃশ্য দেখে বেশ মজাই পাচ্ছেন হাটে আসা গরুর মালিক বেপারীরা। সেলফি তোলা শেষ হতেই লেগে গেলেন নিজেদের ফেসবুকে আপলোড করতে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ শহরের সর্ববৃহৎ এ কোরবানির হাটে সেলফি বাতিক সম্পর্কে জিজ্ঞাসা করতেই ঝটপট উত্তর দিলেন মিজান। এ তরুণ ময়মনসিংহের নটরডেম কলেজের শিক্ষার্থী। সব বন্ধুরা মিলে এসেছেন কোরবানির হাট ঘুরে দেখতে। সঙ্গে সেলফি না তুললে তো আর জমে না।
স্মিত হেসে মিজান বললেন, ‘সবাই হাম্বা সেলফি তুলছে। ফেসবুকে নতুন একটা গ্র্রুপ খোলা হয়েছে। এ কারণে আমরাও সেলফি তুলে ফেসবুকে আপলোড করছি। ’
মিজানের বন্ধু শাকিল, সাগর ও ইশতিয়াক মাথা বাঁকিয়ে নানা ঢঙে সেলফি তোলার ব্যাপারে বেশ সিরিয়াস। তাদের মুখে টু শব্দ নেই। একটু বাদেই অবশ্য সাগর বললেন, ‘সেলিব্রেটির সঙ্গে সবাই সেলফি তুলে। আর আমরা গরুর হাট ঘুরে ঘুরে সেলফি তুলছি। এটা ভীষণ মজার। ’
![](files/Hamba_Selfie_01_715929501.jpg)
কথা শেষ না করেই জোর কদমে হাঁটতে লাগলেন এ চার তরুণ। খানিকটা সামনে এগুতেই দেখা গেলো নিজের একমাত্র শিশু পুত্রকে নিয়ে মোটর সাইকেলে বসেই সেলফি তুলছেন আনোয়ার করিম নামের বেসরকারি এক কোম্পানির চাকুরে। তার ভাষ্যে ‘ছেলেকে নিয়ে গরুর হাট দেখছি। আর এক দুইটা সেলফি মারছি। বাপ-বেটার সেলফি ফেসবুকে দিবো’।
ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া এলাকার আব্দুল আউয়াল নিজের গরুকে এ হাটের সবচেয়ে বড় গরু বলে দাবি করলেন। তিনি তার কালো ষাঁড়ের দাম হাঁকাচ্ছেন ২ লক্ষ ২০ হাজার টাকা। তার গরুকে ঘিরেও তরুণ-যুবারা সেলফি তুলছে জানালেন মধ্যবয়সী এ বেপারী।
মঙ্গলবার বিকেলে তিনি এ হাটে গরু নিয়ে এসেছেন। পথে অবশ্য এজন্য তাকে ১’শ টাকা চাঁদা গুণতে হয়েছে। কিন্তু সে নিয়ে মোটেও ক্ষোভ নেই। তবে হাটে ক্রেতা কম থাকায় তার মন ভাল নেই। যেসব ক্রেতারা তার গরুকে ঘিরে ভিড় করছেন তারা কাঙ্ক্ষিত দরদাম করছেন না।
অথচ এ গরুকে হাটে তোলার আগে যত্ন-আত্তির কমতি করেননি আউয়াল, সে কথাই জানালেন। অনুযোগের সুরে বললেন, ‘সবাই খালি কয়, মোটাতাজা গরুতে ভেজাল। আরে ভাই, আমি তো নিয়ম মাইন্ন্যাই গরু মোটাতাজা করছি। ভূষি, খৈল, সবুজ ঘাস ও খড় খাওয়াইছি। ’
গোটা হাটের এখানে সেখানে তরুণ-যুবাদের সেলফি ম্যানিয়া চোখে পড়লো। হাটের কাঁচারি সড়কের সামনে দু’বন্ধুকে নিয়ে সেলফি তুলছেন রিয়াসাত তুলতুল নামের এক তরুণ। পছন্দের গরু খোঁজার ফাঁকে ফাঁকে সেলফি তোলার কাজ সারছেন। এছাড়া বড় আকৃতির গরু নিয়েও ছবির পোজ দিতেও দেখা গেলো কাউকে কাউকে।
প্রথম দিনে হাট না জমায় উচ্ছ্বাস নেই হাটের বিক্রেতা বেপারী ও গৃহস্থদের মাঝে। কিন্তু তারা আশা ছাড়ছেন না। বুধবার ও বৃহস্পতিবার হাটের শেষ দু’দিন। এ সময়টাতে হাট জমে উঠলে কপালে দুশ্চিন্তার ভাঁজ কেটে যাবে, এমনটি মনে করছেন বিক্রেতারা।
এই হাটের ইজারাদার ও ময়মনসিংহ পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, হাটে গরুর অভাব নেই। ছোট ও মাঝারি সাইজের গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি। বুধবার থেকে বেচাকেনার ধুম পড়বে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরআই