ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

পটুয়াখালীর পাঁচজনকে ১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পটুয়াখালীর পাঁচজনকে ১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশবিরোধী ষড়যন্ত্রের মামলায় গ্রেফতারকৃত পটুয়াখালীর পাঁচজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো ও আগামী ১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনক্রমে বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের আইজি ও সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।



গত ৬ সেপ্টেম্বর রাতে দেশবিরোধী ষড়যন্ত্রের মামলায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের মো. এসহাক সিকদার (৮০), বল্লভপুর গ্রামের মো. সলেমান মৃধা (৯০), গলাচিপা গ্রামের ছত্তার প্যাদা (৭৫), একই এলাকার গণি হাওলাদার (৭০) ও আউয়াল মৌলভী (৭০)।

ট্রাইব্যুনালে তাদেরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। শুনানিতে তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালীতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের  অনুসন্ধানে তদন্ত চলছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্তে ইতোমধ্যেই হত্যা ও ধর্ষণে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। বিশেষ করে তাদের বিরুদ্ধে ১৭ জন বীরাঙ্গনাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যাদের মধ্যে ৮ জন জীবিত আছেন।

চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএইচপি/এএসআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।